ইস্ট লন্ডন মসজিদের রামাদ্বান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী পয়লা মার্চ থেকে ব্রিটেনে শুরু হবে পবিত্র মাহে রামাদ্বান । পবিত্র এই মাসকে সামনে রেখে ইস্ট লন্ডন মসজিদ রামাদ্বান (২০২৫) কর্মসূচি ঘোষণা করেছে ।

এবারের রামাদ্বানের বহুমুখী কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে “বি অ্যা খাদিম অব দ্যা মস্ক” বা “মসজিদের একজন খাদিম হোন” প্রজেক্ট। ৫০০ পাউণ্ড দান করে মসজিদের একজন খাদিম হতে কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানানো
হয়েছে ।

গত ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টার হলে আয়োজিত রামাদ্বান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই আহবান জানানো হয় । অনুষ্ঠানে মসজিদের ট্রাস্টি, স্টাফ এবং স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মস্ক ব্যবস্থাপনা কমিটির ভাইস প্রেসিডেন্ট হারুন খান, সিইও জুনায়েদ আহমদ, ট্রেজারার সৈয়দ তুহেল আহমদ, প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ুম, সিনিয়র ইমাম হাফিজ সৈয়দ আনিসুল হক ও মসজিদের হেড অব এসেটস এন্ড অপারেশন্স আসাদ জামান । শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শায়খ আব্দুর রহমান।

ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমেদ তাঁর বক্তব্যে রমজানে মসজিদের বিশাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্বেচ্ছাসেবক এবং কর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের ফেইজ-৩ সম্প্রসারণের কাজ প্রায় সম্পন্ন । রমজান শুরু হওয়ার আগমুহুর্তে নতুন সম্প্রসারিত হল খুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত । এটি আমাদের মুসল্লিদের উদার দানের একটি বহিঃপ্রকাশ । আমরা কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তাঁরা মসজিদের সেবায় ‘বি অ্যা খাদিম’ প্রজেক্টে অংশগ্রহণ করতে এগিয়ে আসেন । অনুষ্ঠানে রমজানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসুচি ঘোষণা করা হয়। নিচে কর্মসূচিগুলো তুলে ধরা হলো:

ফেইজ-৩ নামাজের নতুন হল প্রস্তুত :
ইস্ট লন্ডন মসজিদ বহুপ্রত্যাশিত ফেইজ-৩ সম্প্রসারণের কাজ সম্পন্ন করেছে । বর্তমানে মসজিদের মেইন হলের বাম পাশে নিচতলায় ও উপরতলায় পুরুষ এবং মহিলাদের জন্য দুটি নতুন হল খুলে দেওয়া হচ্ছে । চূড়ান্ত নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন করে নতুন কার্পেট স্থাপন করা হবে। নতুন হল সম্প্রসারণের ফলে আরো বেশি সংখ্যক মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবীহ এবং ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন।

‘বি অ্যা খাদিম অব দ্যা মস্ক’ ক্যাম্পেইন :
অনুষ্ঠানে ‘বি অ্যা খাদিম অব দ্যা মস্ক’ ক্যাম্পেইন চালু করার কথা ঘোষণা করা হয় । এই ক্যাম্পেইনের লক্ষ্য হচ্ছে, মসজিদের শুভাকাঙ্খীরা জনপ্রতি ৫০০ পাউন্ড দান করবেন। তিনি নিজে দান করবেন অথবা ফান্ডরেইজ করেও দান করতে পারবেন। প্রতি বছর ১০০০ ব্যক্তি খাদিম হওয়ার সুযোগ পাবেন । চলতি রমজান থেকে আগামী রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত ৫০০ পাউন্ড করে দেওয়ার সুযোগ পাবেন । যারা খাদিম হবেন তাদেরকে বিশেষ ধরনের কয়েন উপহার দেওয়া হবে।

সম্মিলিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি :
রমজানের প্রস্তুতির জন্য অগামী ২২ ফেব্রুয়ারি শনিবার একটি বৃহৎ পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করা হয়েছে । পেশাদার ক্লিনাররা মসজিদে সারাদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন । এসময় সবগুলো অজুখানা ও টয়লেট এলাকা স্যানিটাইজেশন করা হবে ।
স্বেচ্ছাসেবক এবং কমিউনিটির মানুষকে উক্ত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে । মসজিদে নতুন সুগন্ধি ডিফিউজার স্থাপন করা হবে, যা পরিবেশকে আরো মনোমুগ্ধকর করবে । রমজান মাসে আগত হাজার হাজার মুসল্লির জন্য মসজিদকে সার্বক্ষনিক পরিচ্ছন্ন ও সতেজ রাখার সর্বোচ্চ চেষ্টা নিশ্চিত করা হবে।

তারাবিহ ও তাহাজ্জুদের নামাজ:
প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফিজগণ তারাবিহের নামাজ পড়াতে ইস্ট লন্ডন মসজিদে আসছেন । মিশর থেকে আসছেন শেখ মু’তাজ আল-ঘান্নাম ও শেখ হাজেম সাইফ । এছাড়াও, ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম হাফিজ সৈয়দ আনিসুল হক ও হাফিজ আব্দুর রহমান তারাবিহের নামাজ পাড়াবেন । রমজান মাসের শেষ দশদিন নিয়মিত তাহাজ্জুদের জামাত অনুষ্ঠিত হবে । এতে সংক্ষিপ্ত উপদেশ ও কুরআন তেলাওয়াতও থাকবে।

ফ্রি ইফতার পরিবেশন :
গত বছরের মতো এবারও প্রতিদিন ১,০০০ রোজাদারের জন্য ইফতার পরিবেশন করা হবে।ইফতার ব্যবস্থাপনা আরো উন্নত করা হয়েছে। যেকেউ জনপ্রতি ৩ পাউণ্ড দান করে একজন রোজাদারের ইফতারি স্পনসর করতে পারবেন। পুরুষদের ইফতার লন্ডন মুসলিম সেন্টারের  গ্রাউন্ড ফ্লোরে সরবরাহ করা হবে । মহিলাদের ইফতার সরবরাহ করা হবে এলএমসি’র প্রথম তলায় । এই বছর প্লাস্টিকের পরিবর্তে মেটাল এবং কাচের প্লেট ব্যবহার করা হবে।

ইএলএম অনলাইন শপ চালু :
ইস্ট লন্ডন মসজিদ প্রথমবারের মতো একটি অনলাইন শপ চালু করছে । যেখান থেকে কিছু আকর্ষনীয় পণ্য কেনা যাবে । যেমন : বন্ধু-বান্ধবদেরকে উপহার দেওয়ার জন্য জমজমের পানি, অর্গানিক মধু, খোলা চা-পাতা, আকর্ষণীয় শুভেচ্ছা ও ঈদ কার্ড, সুগন্ধি ছড়ানো মোমবাতি ও ইস্ট লন্ডন মসজিদের ইতিহাস নিয়ে লেখা বিশেষ বই।

রমজানে ৫০টি কালেকশন :
এবার রমজানে ৫০টি কালেকশন থাকবে । ৫০টির মধ্যে ৯টি ইস্ট লন্ডন মসজিদের নিজস্ব প্রজেক্টের জন্য এবং বাকি ৪১টি যুক্তরাজ্যের বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানের জন্য । প্রতিদিন জোহর ও তারাবিহের নামাজের পর  ফান্ডরেইজ  করা হবে।

ই’তিকাফের জন্য আবেদন :
স্থান সংকুলান না হওয়ায় এবার ৬০ জন মুসল্লিকে ইস্ট লন্ডন মসজিদের বেসমেন্ট হলে ই’তেকাফ করার সুযোগ দেওয়া হবে । ই’তিকাফের জন্য আবেদন জমাদানের শেষ তারিখ ৩ মার্চ পর্যন্ত। ৭ মার্চ তারাবিহের নামাজের পর ড্র-এর মাধ্যমে আসন বরাদ্দ দেওয়া হবে।

ঈদুল ফেতরের জামাত:
প্রতিবারের মতো এবারও চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে । জামাতগুলো হলো : সকাল ৭:৩০ মিনিট, ৮.৩০ মিনিট, ৯.৩০ মিনিট ও ১০.৩০ মিনিট । শেষ জামাতে বধির (যারা কানে শুনেননা) কমিউনিটির মানুষের জন্য ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা থাকবে।

Read More: