এডিটর নিউজঃ যুক্তরাজ্য বিএনপির কমিটি আসছে খুবই শ্রীগই। বিলেতের বাংলাদেশী রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপিতে সম্মেলন বা কাউন্সিল অনেকটা সোনার হরিণের মত । একবার হলে আর হয়না । পুরনো নেতৃত্ব বহাল তবিয়তে থাকেন বছরের পর বছর ।
তবে যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের রাজনীতিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক ও সেক্রেটারী কয়ছর় এম আহমেদ দেশে সংক্রিয়, এই অবস্থায় যুক্তরাজ্যে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই লন্ডন থেকে দেশে ফিরবেন আশা করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি দেশে ফেরার আগেই নতুন কমিটির দাবি তুলেছেন যুক্তরাজ্যে বিএনপির নেতাকর্মীরা।
যুক্তরাজ্য বিএনপির বর্তমান কমিটি গঠিত হয় ২০১৯ সালে। দীর্ঘ পাঁচ বছর ধরে সেখানে একই নেতৃত্বে চলছে দলীয় কার্যক্রম।
যুক্তরাজ্যর বিএনপির রাজনীতিতে মুল সংগঠন এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর শক্তিশালী কাটামো রয়েছে, তারই পাশাপাশি বিভিন্ন ধারা রয়েছে ।
তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থানগত কারনে দলীয় কোন্দল প্রকাশ্যে আসেনা কিন্তু নেতৃত্বের প্রতিযোগীতার পাশাপাশি অনেক সিনিয়র, ত্যাগীরা কোনটাসা হয়ে আছেন ।
একটি সূত্র নিশ্চিত করেছে আগামী দুই সপ্তাহের ভিতর আসতেছে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি ।
এই ক্ষেত্রে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে ।
ইতিমধ্যে সভাপতি হিসেবে যাদের নাম দলীয় ফোরাম অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টেবিলে আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আকতার হোসেন টুটুল, প্রফেসার মোহাম্মদ ফরিদ উদ্দিন, আকতার হোসেন ও তাজুল ইসলাম। সেক্রেটারী হিসেবে আলোচনায় আছেন পারভেজ মল্লিক, খসরুজামান খসরু, ড.মুজিবুর রহমান মুজিব, শহিদুল ইসলাম মামুন, বারিস্টার মওদুদ ও নাসিম আহমদ।
তবে এই ক্ষেত্রে সাংগঠনিক অংশ গ্রহণ, গ্রহণযোগ্যতা প্রাধান্য পাবে বলে ধারনা করা হচ্ছে। একটি সুত্র জানিয়েছে সভাপতি পদে আকতার হোসেন অথবা প্রফেসার মোহাম্মদ ফরিদ উদ্দিন, তবে আকতার হোসেনের সম্ভাবনা রয়েছে। ও সেক্রেটারী পদে পারভেজ মল্লিকের আসার সম্ভবনা ছিলো।
কিন্তু পারভেজ মল্লিক দেশে সংক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ায়, বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক খসরুজামান খসরুর সম্ভাবনা সবচেয়ে বেশী বলে অনেকে মনে করেন ।
তবে এই ক্ষেত্রে ড.মুজিবুর রহমান মুজিব,ও নাসিম আহমদ শক্ত দাবীদার।
যুক্তরাজ্য বিএনপির কমিটির আসার সংবাদে উল্লোসিত সবাই । এতে দলের গতি ও কার্যক্রম বজায় থাকবে বলে তারা মনে করছেন। এখন দেখার অপেক্ষা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি সিদ্ধান্ত গ্রহণ করেন।