ম্যানচেস্টারের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শনিবার (১১ অক্টোবর, ২০২৫) এক শুকরানা মাহফিল, মিলাদ এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ম্যানচেস্টার কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধসহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলটি ছিল কমিউনিটির মানুষের এক বিশাল মিলনক্ষেত্র। এসময় মসজিদের সম্মানিত ইমাম খাইরুল হুদা খান তিনি উপস্থিত মুসল্লিদের সামনে নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেন এবং সকলের সমর্থন প্রার্থনা করেন।
নবনির্বাচিত কমিটির প্রতি সমর্থন ও শুভ কামনা জানাতে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দিন আহমদ উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি তাঁর বক্তব্যে মসজিদের সার্বিক খেদমত ও উন্নয়নের লক্ষ্যে কমিউনিটির সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, শাহজালাল মসজিদ কমিউনিটির সকলের, এবং এর অগ্রযাত্রা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব হবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।
এসময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের সম্মানিত ইমাম খাইরুল হুদা খান।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সবশেষে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দীন আহমদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল খান এমপি আরও উপস্থিত ছিলেন মসজিদ ট্রাস্টি আব্দুল মান্নান মনাফ, রইছ আলী, সফিক মিয়া, সাবেক চেয়ারম্যান আশিক আলী সিজিল সহ ম্যানচেস্টার কমিউনিটির বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটি কমিউনিটির ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে বদ্ধপরিকর বলে আশাবাদ ব্যক্ত করা হয়।