টাওয়ার হ্যামলেটসের রাজনীতি আমরা কি আগুন নিয়ে খেলছি ? টিনের চালে কাক আমিতো অবাক

এডিটরিয়াল ভাবনাঃ

টাওয়ার হ্যামলেটসের রাজনীতি আমরা কি আগুন নিয়ে খেলছি ? আগামী শনিবার ইডিয়েল আসার ঘোষনা ইতিমধ্যে সবাই অবগত ।

টানটান উত্তেজনা প্রস্তুতি সম্পন্ন। কমিউনিটি উদ্বেগ আর ভয়ের মধ্যে আজ সকালে ম্যাট পুলিশের বার্তা ইডিয়েল আসতে পারবেনা ।

তাৎক্ষনিক ভাবে লেবার গ্রুপ ও লেবার পার্টির স্টেইটম্যান্ট ও মেয়র প্রার্থী কাউন্সিলার সিরাজুল ইসলামের ভিডিও বক্তব্য ও স্থানীয় কাউন্সিল টাওয়ার হ্যামলেটস মেয়রের সাথে কয়েকজনের বৈঠক এবং মেয়র লুতফুর রহমানের বক্তব্য এবং ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের বক্তব্য ।

শনিবার শান্তি মিছিল হবে I তারা উভয়েই বারার জনগনকে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন ।

বড় বিষয় যেটি, লেবারের পক্ষ থেকে হোম মিনিষ্টার সাবানা মাহমুদকে দেওয়া চিটি, স্থানীয় তিন এমপি সহ, ম্যাট পুলিশ এবং লোকাল অথোরিটির প্রচেষ্টা এই ক্ষেত্রে কাজ করেছে ।

তবে মূলবিষয় ভাবনার জন্ম দেয়, অনেকে বিষয়টি গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ভাবে কমিউনিটিতে আলোচনায় নিয়ে এসেছেন, উগ্রবাদীদের এই প্রচেষ্টা এবং তৎপরতা টাওয়ার হ্যামলেটসকে কেন্দ্র করে কেন?

২০১৪ সালের নির্বাচনের আগ মহুর্ত্বে এধরনের তৎপরতা লক্ষ্য করা যায়, পরবর্তী সময়ে এই তৎপরতা নেই, এখন নির্বাচনের সাত মাস আগে আবারো ধর্মের ব্যবহার, অন্যদিকে ইসলাম বিদ্বেশী মনোভাব, ইন্দন, নিদ্দিষ্ট সংখ্যাক সংবাদ মাধ্যম, গনমাধ্যমকে ব্যবহার এবং ভিন্নমতকে শক্তির মাধ্যমে হেনেস্থা যে সংস্কৃতি বিগত জেনারেল ইলেকশনে প্রতিয়মান হয়, তাহা আবারো দৃশ্যমান হচ্ছে ।

অন্যদিকে কিছু সংখ্যাক মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন -রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের সতন্ত্রধারার বাহিরে অবস্থান ভুলে গিয়ে জড়িয়ে পড়েছেন এ বিষয়টিও আলোচনা হচ্ছে ।

অনেকে মনে করেন ক্ষমতাসীন এবং ক্ষমতার বাহিরে অবস্থান করা দলগুলো বুঝতে পারেনা সাধারন জনগনের মনোজগতের ভাবনা আছে ।

আগামী শনিবারের সমাবেশ হবে শান্তির, সমাবেশ হোক রাজনৈতিক দলের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অতীত ইতিহাসের ধারাবাহিকতায়।

সমাবেশের আয়োজকরা রাজনৈতিক বলয়ের বাইরে সবার জন্য উন্মুক্ত করবেন প্ল্যাটফর্ম।

পর্দার আড়ালে ধর্মীয় লেবাসের কৌশলের চর্চার বিরুদ্ধে কমিউনিটির বন্ধন হোক বর্ণিল।

আমাদের বহুজাতিক সমাজ এবং হারমনিকে রক্ষার সংকল্প হোক,অশুভ শক্তি নির্মূল হোক।

টিনের চালে কাক আমি তো অবাক এই ধারণার বাহিরে আমাদের অবস্থান হোক।

Read More: