মরহুমার নামাজে জানাযা বুধবার ২০ ডিসেম্বর পূর্ব লন্ডনের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে ।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবারগ্রুপ লিডার বেথনাল গ্রীণ ইষ্ট ওয়ার্ডের কাউন্সিলার, সিরাজুল ইসলাম ফারুকের মাতা হাজী ছায়দুন নেসা (৯২) রয়েল লন্ডন হসপিটালে ইন্তেকাল করেছেন ৷
পূর্ব লন্ডনের বেথনাল গ্রীণের, গ্লোব টাউনের বাসিন্দা ছায়দুন নেসার দেশের বাড়ী উত্তর ধর্মন্দা বিশ্বনাথ সিলেট।স্বামী মরহুম আজহার আলী ৷
এছাড়া মরহুমার বাবার বাড়ী, দৌলত পুর মুন্সী বাড়ী,বিশ্বনাথ সিলেট ।
মরহুমা সামাজিক এবং মানবিক কাজের একজন সেবক ছিলেন ৷
বিশেষ করে প্রবীণদের ভরসার স্থান ছিলেন । মরহুমার মৃত্যুতে পৃথক, পৃথক, ভাবে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বেথনাল গ্রীণ ইষ্টের কাউন্সিলার, রেবেকা সুলতানা, সাবেক কাউসিলার ও স্পিকার আহবাব হোসেন, লিবারপুলের লেবার ফেন্ডস অব বাংলাদেশের নেতা সাংবাদিক, শেখ সুরত মিয়া আসাব, লন্ডন বাংলা প্রেসক্লাবের ১ম নির্বাহী সদস্য, দ্যএডিটর এর প্রধান সম্পাদক আহাদ চৌধুরী বাবুও সম্পাদক হামিম চৌধুরী ।
মরহমার নামাজে জানাযা বুধবার ২০ ডিসেম্বর পূর্ব লন্ডনের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে ।
কাউন্সিলার সিরাজুল ইসলাম সবার নিকট দোয়া কামনা করেছেন ।