এডিটর রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ঐতিহ্যের স্মারক,এই প্রতিষ্ঠান এর বিভিন্ন দেশে বৃহত্তর সিলেটের প্রবাসীদের প্রতিনিধিত্ব সহ বাংলাদেশের সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে ইউকে জালালাবাদ ত্রসোসিয়েশন এর মতবিনিময় সভা ২৮ শে এপ্রিল রবিবার পূর্বলন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহনুর খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ।
এবং অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর প্রবাসী বিনিয়োগ, বৈধ উপায়ে টাকা প্রেরণ, প্রবাসী সেল গঠন, জানমালের নিরাপত্তা, এন আইডি কার্ড, ই পাসপোর্ট সহ বিভিন্ন সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন।
আরো বক্তব্য রাখেন ডেপুটি মেয়র সেলিম আহমদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ শাহ শামীম আহমদ, ইউকে জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, এ আর খান, ট্রেজারার মোহাম্মদ আলি মজনু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি আহাদ চৌধুরী বাবু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন , সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ,ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান হামিদুর রহমান চৌধুরী, আব্দু হাই, আজিজ ফারুক, দিলওয়ার হুসেন, মিছবাহ মাসুম ইলাইছ মিয়া, শাহরিয়ার আহমেদ সুমন, শিব্বির আহমেদ, বাবুল খান, সৈয়দ তারেক আহমদ, মইনুল হক, জুবায়ের আহমেদ, আতাউর রহমান, হুসনা মতিন, নাজমা হোসেন, সমিরুন চৌধুরী, ইসতিয়াক আহমেদ তানিম প্রমূখ।