টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৭টি লেসার সেন্টার কাউন্সিলের ব্যবস্থাপনায়

এডিটর ডেস্কঃ

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৭টি লেসার সেন্টার পাবলিক মালিকানা ও ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়েছে।

এখন থেকে কোনো ৩য় পক্ষ নয় কাউন্সিল এই সেন্টারগুলো পরিচালনা করবে।

নির্বাহী মেয়র লুতফুর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী কাউন্সিলের এই এজেন্ডা বাস্তবায়ন।

এর নতুন নাম দেয়া হয়েছে ‘বি ওয়েলৎ‘। এতে বারার বাসীন্দারা (নির্ধারিত ক্যাটাগরিতে) ফ্রি সুইমিংসহ বেশ কিছু নতুন সুবিধা পাবেন।

সুইমিংপুল, জিম, স্টেডিয়াম বা মাঠ, ইনডোর গেইম ফেসেলিটিতে নেয়া হবে নানা জনকল্যাণকর প্রজেক্ট। তৈরী হয়েছে কাউন্সিলের সাথে সরাসরি চাকুরী সুবিধা।

৮ মে মংগলবার মেয়র, কাউন্সিলের কর্মকর্তা ও ক্যাবিনেট মেম্বারকে নিয়ে এই ইনসোর্সিং-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নির্বাহী মেয়র বলেন, ৭টি লেসার সেন্টারে জনগনের জন্য নানা সুবিধা থাকবে।

এছাড়া ওয়াপিং-এর জেন্ট জর্জ লেসার সেন্টার কিছু হাউজিং সুবিধাসহ নতুন করে সাজবে। এতে ব্যয় হবে প্রায় ১শ মিলিয়ন পাউন্ড।

সবগুলো সেন্টাওে চাকুরী করবেন প্রায় আড়াই/তিনশ স্টাফ।

যার ফলে নতুন চাকুরী সুবিধাও তৈরী হবে।
উদ্বোধনীতে, কাউন্সিলের সিইও স্টেফেন হালসি, ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলার ইকবাল হোসেন, কমিউনিটিজ কর্পোরেট ডিরেক্টর সায়মন বেক্সটার ও কালচার ডিরেক্টর জাওয়ার আলী অংশ নেন।
উল্লেখ্য বি ওয়েল টাওয়ার হ্যামলেটসের বাসীন্দাদের জন্য হেলদি লাইফ স্টাইলের নানা সুবিধা নিয়ে আসবে।

যেমন এক মেম্বারশীপে ৬ টি (একটির সংস্কার চলছে) সেন্টারে প্রবেশাধিকার,সবগুলোতেই কিছু নতুন ফিটনেস ইকুপম্যান্ট ও ফিটনেস ক্লাসসহ নানা সুবিধা যুক্ত হবে।

মাইল্যান্ডে হবে নতুন পিচ। সামার থেকে শুরু হবে ১৬ বছর বা তার বেশী বয়সী নারী ও ৫৫ বছর ও তার বেশী বয়সি পুরুষদের জন্য ফ্রি সুইমিং।

এছাড়া নারীদের জন্য উইম্যান ওনলি ওয়ারের বাড়তি সুবিধাসহ, প্রবীন বয়সী এবং বিশেষকরে রোগের ঝুকিতে থাকা লোকজনের মধ্যে লেসার সেন্টার ব্যবহারে আগ্রহ বাড়াতে বারাজুড়ে থাকবে নানা পদক্ষেপ।

তথ্য:
২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউকে-এর লোকাল কাউন্সিল পরিচালিত ২৭৬টি সুইমিং পুল বন্ধ হয়েগেছে।

২০২২ সালে ২৮টি আর ২০২৩ সালে ২৩টি বন্ধ হয়। অন্যদিকে ফান্ডিং কার্টের এই বাস্তবতার মধ্যেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নিজেরাই সাতটি সুইমিংপুল তথা লেসার সেন্টার পরিচালনার দায়িত্ব নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি।

Read More: