টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বিএমই গেদারিং অনুস্টিত

টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বিএম ইর এন্ড অফ ইয়ার সোশ্যাল গেদারিং অনুস্টিত স্থানীয় ও জাতীয় ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

২৭ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের একটি হোটেলের হল রুমে সাবেক কাউন্সিলর  ও স্পিকার খালেস আহমেদের সভাপতিত্বে এবং বেথনাল গ্রিন এন্ড বো বি এম ইর চেয়ার ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায়  অনুস্টানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৫ বারের নির্বাচিত সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস।

সভায় বক্তারা স্থানীয় বিভিন্ন ইস্যুতে যেমন নাইফ ক্রাইম, হাউজিং, এন এইচ এস এবং অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর শুভ হুসেইন, সাবেক কাউন্সিলর তারিক খান, সাবেক  কাউন্সিলার সাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর ইকবাল পাপ্পু, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, সাবেক কাউন্সিলর শাহ সুহেল আমিন, বেথনাল গ্রিন এন্ড স্টেপনী লেবার চেয়ার আমিনা আলী, ভাইস চেয়ার নাজমা হুসেইন, সাবেক ভাইস চেয়ার এবং বর্তমান বি এম ই অফিসার হামিদা ইদ্রিস, বেথনাল গ্রিন ইস্ট চেয়ার আনোয়ার মিয়া, বাংলাটাউন ওয়ার্ডের ইয়াসমিন বেগম, মুস্তাক আহমেদ আসকর, হুয়াইটচ্যাপেল ওয়ার্ড লেবার সেক্রেটারী সুয়েজ মিয়া, বেথনাল গ্রিন ওয়েস্ট এর মিসবা মাসুম, পুলিশ অফিসার ফয়সল আহমেদ, শ্যাডওয়েল ওয়ার্ডের জাকির হুসেন এবং আশিক আহমেদ সহ অনেকে। সভা শেষে সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

Read More: