তৈয়বুর রহমান আর নেই

লন্ডন টাওয়ার হ্যামলেটসের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ার এবং তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র অন্যতম ট্রাস্টি মো. আশিকুর রহমান সাজুর পিতা দাসউরা শেখ বাড়ী নিবাসি মোঃ তৈয়বুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটে তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন লন্ডনে বসবাস করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার বেলা ২ টা ১৫ মিনিটে দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের পুত্র আশিকুর রহমান সাজু।

মরহুমের পরিবারের প্রতি পৃথক,পৃথক ভাবে  গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার গ্রুপ লিডার কাউন্সিলার সিরাজুল ইসলাম ফারুক,বেথনাল গ্রীণ ওয়ার্ডের কাউন্সিলার রেবেকা সুলতানা, সাবেক স্পিকার ও সাবেক কাউন্সিলার আহবাব হোসেন,সাবেক স্পিকার ও সাবেক কাউন্সিলার খালেস উদ্দিন, দ্য এডিটর ২৪ এর  সম্পাদক হামিম চৌধুরী।

 

 

Read More: