পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই-কর্নেল সালাম

এডিটর নিউজঃ

সিলেট:২৯ শে জুন শনিবার প্রবল বৃষ্টির মধ্যে ও কর্নেল আবদুস সালাম বীরপ্রতীক এর আন্তরিক উদ্যোগ ও পরিবেশ রক্ষা,সামাজিক বনায়ন নিয়ে কাজ করা বৃক্ষ প্রেমিক সংগঠন অমরাবতীর সদস্যদের সহায়তায় বাংলাদেশের মুক্তি যুদ্ধের শহীদদের স্মরণ এ নির্মিত সিলেট শহীদ স্মৃতি উদ্যানে ২য় বছরের মত বৃক্ষ রোপণ করা হয়।

সিলেট ক্যাডেট কলেজের পেছনে ৭১ এর বধ্যভুমিতে শহীদ স্মৃতি উদ্যান নতুন প্রজন্মের জন্য একটি মাইল ফলক । শহীদদের স্বজন ও দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা শহীদ স্মৃতি উদ্যানে গিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করে থাকেন ।

কর্নেল আব্দুস সালাম বলেন,জীববৈচিত্র পরিবেশ রক্ষা বনায়ন আমাদের ধরণীকে রক্ষা করবে।

তাই বিশ্বব্যাপী ক্লাইমেট চেঞ্জ এর কারণে পরিবেশ বদলে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। সংবাদ বিজ্ঞপ্তি

Read More: