প্রবীন শিক্ষক মোহাম্মদ হোসেইন আহমদের ইন্তেকাল

                     শোক সংবাদ 
পূর্ব লণ্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় বসবাসকারী সিলেট এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ হোসেইন আহমদ (৭৬) গত ২৪ মার্চ রবিবার রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন ।

( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ,চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

মরহুম হোসেইন আহমদ টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন প্রাইমারী স্কুলে কাজ করেছেন ।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী ,ভদ্র ও পরহেজগার ব্যক্তি ।
মরহুমের বাংলাদেশে বাড়ি ছিল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে ।
উডেহাম ক্যাসলমেইন লোমাস ও ট্রাহন ক্লোজ টেনেন্টস এসোসিয়েশনের সভাপতি হাজী ফজল মিয়া ও সাধারন সম্পাদক কে এম আবুতাহের চৌধুরী মরহুম হোসেইন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন ।

Read More: