শিপু- সভাপতি, রাহিন- সাধারণ সম্পাদক, জুবায়ের- সাংগঠনিক সম্পাদক।
সামাজিক দায় এবং এলাকার উন্নয়ন,সম্প্রীতির বন্ধন কে এগিয়ে নিতে বিশ্বনাথ ওসমানীনগর সোশ্যাল সোসাইটি ইউ কে (BOSS) নামের সংগঠন যাত্রা শুরু।
সম্প্রতী পূর্ব লন্ডনের একটি হলে বিশ্বনাথ ওসমানী নগরের বিলেতে বসবাসরতদের এক সভা বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী সাদিক আলী শিপুর সভাপতিত্বে এবং সমাজকর্মী শমসাদুর রহমান রাহিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয় ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলোয়াত করেন কাউসার আহমদ ।
সভায় ঐতিহ্যবাহী এই দুই উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, ভৌগলিক আত্মীয়তার বন্ধনের অতীতের দীর্ঘ ইতিহাসের কথা স্মরণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জে এম জি কার্গোর চেয়ারম্যান মনির আহমদ,ওয়ার্ক পারমিট ক্লাউডের স্বত্বাধিকারী ব্যারিস্টার লুৎফুর রহমান, মোহাম্মদ নাজ, আয়াস মিয়া, ফয়সল হোসেন সুমন, জাবেদ আহমদ আম্বিয়া, রুহেল আহমেদ, মিজানুর রহমান, আব্দুল আজিজ সুমন, শাহ শাহিদুন নুর ইসলাম, জুবায়ের কিবরিয়া, মাসুম মিয়া, ইলিয়াস আহমেদ, রাজন মিয়া, নোমান আহমেদ, রুহুল আহমেদ, আব্দুর রহমান, কাউসার আহমদ, আব্দুস শহীদ, আসখ আলি, মতিউর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে সাদিক আলী শিপুকে সভাপতি, শমসাদুর রহমান রাহিনকে সাধারণ সম্পাদক, শাহ শহিদুন নূর ইসলাম কে কোষাধক্ষ ও জুবায়ের কিবরিয়া কে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের যাত্রা শুরু হয় I
সভায় এই সংগঠন বিশ্বনাথ ওসমানী নগরের মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।