মাহবুবুর রহমানের বিইএম খেতাব অর্জন

ওল্ডহ্যামে কমিউনিটি ও সমাজসেবা মূলক কাজের জন্য মাহবুবুর রহমান বৃটেনের রাজার নতুন বছরের সম্মাননা পেয়েছেন। এই সম্মাননা বিইএম বা বৃটিশ এম্প্যয়ার ম্যাডেল নামে পরিচিত।

সমাজের ভিন্ন ভিন্ন কাজে অবদানের জন্য প্রতি বছর এই সম্মাননাসহ আরো কতগুলো পদবী দেয়া হয়ে থাকে।

মাহবুবুর রহমানের এই সম্মাননা তার নিরলস কাজের অর্জন। তিনি ব্যাক্তিগতভাবে অনেকগুলো সেচ্ছাসেবী কাজের সাথে জড়িত।

মাহবুবুর রহমানের ওল্ডহ্যামে প্রথম প্রভাতফেরী আয়োজন, ওল্ডহাম রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ, ওল্ডহাম বৈশাখী মেলা, ওল্ডহ্যামে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, আই এল বি’র চ্যারিট্যবল কাজসহ অনেকগুলো কাজের সাথে জড়িত । সংবাদ বিজ্ঞপ্তি

Read More: