এডিটর নিউজঃ
রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে স্টার্টফোর্ড, স্কুল হলে ১৮ মে শনিবার ফ্রি ক্যারাটে প্রশিক্ষণ এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন শরীর গঠন, নিজেকে নিরাপদ রাখা,এবং সেল্ফ ডিপেন্স করতে হলে ক্যারাটে প্রশিক্ষণের বিকল্প নেই।
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী পাবেল চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এখলাসুর রহমান পাক্কু ও শিমুল তাজবির চৌধুরী এর যৌথ সঞ্চালনায় এবং ক্যারাটে ট্রেনার আজিজুর রহমান তফাদার এর ক্যারাটে উপস্থাপনের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেন হোসেন সহসভাপতি বাংলাদেশ ক্যারাটে ফেডারেশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মোহামেডান ফুটবল খেলোয়াড় আন্টি মোহাম্মদ এহতেশাম উদ্দীন, সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাবেক কাউন্সিলার আয়েশা বেগম, আয়ান রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আব্দুস শহীদ।
এ ছাড়াও বক্তব্য রাখেন রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাব ম্যানেজার আজহারুল ইসলাম আদনান, জনকল্যাণ সম্পাদক মোহাম্মদ জামিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মুজাম্মেল সালমান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অভিভাবক বৃন্দ রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব এর এই উদ্যোগ কে স্বাগত জানান ।
এইরকম উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারবাহিকতা অব্যাহত রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষ এর নিকট অনুরোধ করেন । অনুষ্ঠানে রয়্যাল টাইগার্স স্পোর্ট্স ক্লাব এর সভাপতি পাবেল চৌধুরী ক্যারাটে কমিটি ঘোষনা করেন এবং পরিচয় করিয়ে দেন ২০২৪/২৬ কমিটিতে ক্যারাটে ডেভলপমেন্ট চেয়ারম্যানঃ জিকে জাগীরদার দীপ,
ডেভলপমেন্ট কো-চেয়ারম্যানঃ তাজুল ইসলাম তাজ
কো-চেয়ারম্যানঃ শিমুল তাজভীর চৌধুরী, কো-চেয়ারম্যানঃ মাকসুদ চৌধুরী
ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট কোর্ডিনেটর আরমান সাজিদ
ক্যারাটে ম্যানেজার: তামিম চৌধুরী মেম্বারশিপ কোর্ডিনেটর :তামান্না অ্যাসিস্ট্যান্ট মেম্বারশিপ কোর্ডিনেটর সুহেল পাপ্পু। সংবাদ বিজ্ঞপ্তি