সুরত মিয়া আসাবঃ যুক্তরাজ্যের লিভারপুলে বাংলাদেশের মহান বিজয়ের ৫৩ তম বছর উদযাপনের আয়োজন করা হয়। স্থানীয় সেইন্ট জর্জ হলের পার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।
কাউন্সিলর নাজমুল ইসলাম নাজের সঞ্চালনায় উপলক্ষে আয়োজিত বিজয় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাউলার বারকার এমপি, কাউন্সিল লিডার লিয়াম রবিন্সস, ডেপুটি লর্ড মেয়র রিচার্ড ক্যাম সি বি ই, লিভারপুল কমিউনিটির পক্ষে লিবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ার শেখ সুরত মিয়া আসাব, কাউন্সিলর রুথ বেনেট, উইলিয়াম সরটাল,জেইন করবেট।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজগর আলী, সৈয়দ বেলাল উদ্দিন, সিপার মিয়া,সেন ভূইয়া কামাল,মুমিন খান, আব্দুল হক,মাহবুব হোসেন ইমন,ওসমান আলী, সোনাফর আলী প্রমুখ।
বিজয় সমাবেশে জাতীয় সংগীতের পরিবেশনায় অংশ রিফাত সুলতানা সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ে ব্রিটিশ জনগনের সহযোগীতা এবং স্বীকৃতির ভুমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন গণতন্ত্র আইনের শাসনের ধারাবাহিকতা এবং দৃশ্যমান উন্নয়ন সারা বিশ্বের সমাদৃত হয়েছে বলে উল্লেখ করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অব্যাহত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।
সন্ধ্যায় লিবার পুলের সেইন্ট জর্জ হলকে বাংলাদেশের লাল সবুজের পতাকায় আলোকসজ্জা করা হয়।