ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিবিসিসিআই)-এর ২টি পরিচালক পদের জন্য গত ২৭ ফেব্রুয়ারি বিবিসিসিআই এর কার্য্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচারক বেলায়েত হোসেন, ব্যারিষ্টার খালেদ নুর এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়েরের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের উপস্থিতিতে ৩২ জন পরিচালক এতে সরাসরি ভোট প্রদান করেন।
তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন অনুষ্টিত হয় এবং এতে শাহনুর খান ২৮ ভোট এবং মিসবাহ চৌধুরী ২৩ ভোট পেয়ে বিবিসিসিআই এর নতুন পরিচালক পর্ষদের জন্য নির্বাচিত হন।
অপর প্রার্থী আমিরুল চৌধুরী পেয়েছেন ১৩ ভোট।
উল্লেখ্য, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমাার্স এন্ড ইন্ডাষ্ট্রি বৃটেনের একটি শক্তিশালি সংগঠন, যা বৃটিশ বাংলাদেশীদের মধ্য থেকে উল্লেখযোগ্য ৩৫ জন ব্যাবসায়িদেরকে নিয়ে গঠিত।
যদি কোন পরিচালক এই সংগঠন থেকে বিদায় নেন অথবা মারা যান, সেক্ষেত্রে অন্যান্য পারিচালকদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন পরিচালক নির্ধারন করা হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বৃটিশ বাংলাদেশী প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন এই অনুষ্টানে উপস্থিত ছিলেন।