সৈয়দ আফসার উদ্দিন এর জানাজার নামাজ ১৩ এপ্রিল শনিবার ইস্ট লন্ডন মসজিদে বাদ যোহর

ব্রিটেনের  বাংলাভাষী গণমাধ্যমের অত্যন্ত পরিচিত ও প্রিয়মুখ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্রডকাস্টার ও কমিউনিটি কর্মী সৈয়দ আফসার উদ্দিন এমবিই আজ ১২ এপ্রিল শুক্রবার ২:৩০ মিনিটে লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) ।

তিনি কয়েক বছর থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও স্বাভাবিক জীবন যাপন করছিলেন। তবে কিছু দিন থেকে তার শারিরীক অবস্থার অবনতি হচ্ছিল।

তার মৃত্যুর সংবাদে বিশেষ করে সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমেছে। অনেকেই সামাজিক যোগোযোগে তার অমায়িক ব্যবহার ও সৃজনশীল কর্মকান্ডের প্রসংশা করে রুহের মাগফিরাত কামনা করছেন।

মরহুম সৈয়দ আফসার উদ্দিন এর জানাজার নামাজ ১৩ এপ্রিল শনিবার ইস্ট লন্ডন মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে। পরে তাকে Gardens of Peace, 1 Five Oaks Lane, Chigwell IG7 4QP দাফন করা হবে।
মৃত্যকালে তিনি স্ত্রী , তিন সন্তান – শাবাব, মেহরাব ও জারা সহ অসংখ্য আত্নীয় স্বজন শুভাকাঙ্খী রেখে গেছেন।

Read More: