সেতু চৌধুরীঃ হাইড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল মুসাব্বিরের বৃটেনের রাজা কতৃক এম বি ই খেতাব প্রাপ্তি ও Tameside-এর প্রথম বাঙালি কাউন্সিলার শিবলী আলম সিভিক্ মেয়র নির্বাচিত হওয়ায় হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গতকাল হাইড টাউন হলে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করে।

কমিউনিটি ব্যক্তিত্ব আলী রেজার সাবলীল উপস্থাপনা ও মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
উক্ত নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন নর্থ ওয়েস্টের বিভিন্ন কাউন্সিলের ডেপুটি লিডার বর্তমান কাউন্সিলার সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা।
সংবর্ধিত ব্যক্তিদের বিগত দিনের কর্মকান্ড ও তাঁদের কাজের অবদান এবং স্বীকৃতী নিয়ে আলোচনা করেন ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আবদুল জব্বার, ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের হেড অফ চ্যান্সারী আবু সালেহ মোহাম্মদ মুসা, টেমসাইড কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার হেলেন বাউডেন, কাউন্সিলার বেটি এফলিক, কাউন্সিলার তাজ শরিফ, কাউন্সিলার পিটার রবিনসন,কাউন্সিলার মোহাম্মদ শামসুল করিম, সাবেক কাউন্সিলার জিম ফিজ পেট্রিক, ফারুক আহমেদ এম, বি, ই, মৌলানা সালমান আহমদ চৌধুরী, কমিউনিটি নেতা আব্দুল মুহিব, সুরাবুর রহমান সুরাব, মোহাম্মদ বদরুল আলম, কলামিস্ট ফারুক জোসি, সাংবাদিক মিজানুর রহমান মিজান,ও মোহাম্মদ আবিদ ।