৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে র্যালী ও সমাবেশ
Share
এডিটর নিউজঃ ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালী পুর্ব সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি হাজী শাহাবুদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান জগলু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতৃবৃন্দ।