শফিউল আলম নাদেলের সমর্থনে লন্ডনে সভা

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলবী বাজার-২ কুলাউড়া আসন থেকে  বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থ্যার সেক্রেটারী, বাংলাদেশ ক্রীকেট কন্টোল বোর্ডের ডাইরেক্টার শফিউল আলম চৌধূরী নাদেল  বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসাবে মনোনীত হওয়ায়

তার সমর্থনে ইউকে ক্যাম্পেইনে টিমের উদ্যেগে এক  নির্বাচনী মতবিনিময় সভা ৫ই ডিসেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।
এতে বৃহত্তর সিলেটের রাজনৈতিক সহকর্মী, ক্রীড়া সংগঠক, সহ বন্ধু বান্ধবরা উপস্থিত ছিলেন ৷
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেভারেশনের সদস্য মাহি উদ্দিন সেলিম ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী ।
 সাংবাদিক আদিল চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা একজন ক্রীড়া প্রেমিক ও দক্ষ সংগঠক শফিউল আলম নাদেলের মনোনয়ন প্রাপ্তীকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে যোগ্য ও সরকারের দৃশ্যমান উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ,  আধুনিক  ও অনগ্রসর কুলাউড়ার উন্নয়ন এবং সমৃদ্ধির যাত্রায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জুয়েল চৌধুরী,  নাজমুল চৌধুরী, সৈয়দ তাইমিন, তাওহীদ ফিতরাত, শাহনুর খাঁন, খসরু জামান, এমরান আহমেদ, ফারুক আহমদ, মল্লিক শাকুর ওয়াদুদ প্রমুখ ।
Read More: