এডিটর নিউজঃ সুর সঙ্গীতালয় কর্তৃক আয়োজিত ‘রঙের বৈঠা’ অনুষ্ঠানটি সম্প্রতি এক অনবদ্য আয়োজন হিসেবে শিল্পী ও দর্শক – উভয়ের হৃদয়কেই গভীরভাবে ছুঁয়ে গেছে। দীর্ঘ ছয় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই সঙ্গীতানুষ্ঠানটি হলভর্তি দর্শক-শ্রোতার জন্য এক অবিস্মরণীয় মুহূর্তের সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার জনাব আব্দুল জব্বার এমবিই।
দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান চললেও, দর্শক-শ্রোতাদের তৃষ্ণা যেন মেটেনি। ছোট-বড় মিলিয়ে এত গান পরিবেশন করার পরেও, হলভর্তি দর্শক-শ্রোতারা আরও গান শুনতে চাইছিলেন। সকল দর্শক-শ্রোতা গভীর মুগ্ধতার সাথে এত শিল্পীর গান নীরবে উপভোগ করেন, যা এই অনুষ্ঠানের উচ্চমানের পরিচায়ক।
অনুষ্ঠানটির সামগ্রিক নির্দেশনা ওস্তাদ নুরুজ্জামান আহমেদের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং পুরো অনুষ্ঠানটি সাবলীল উপস্থাপনায় সঞ্চালনা করেন মিতুল ইফফাত।
এই মনোজ্ঞ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রোজলিন সরকার সঙ্গীত পরিবেশন করেন লীনা পাল, দীপ।