কে এম আবুতাহের চৌধুরী সভাপতি-শিহাবুজ্জামান কামাল সাধার সসম্পাদক

এডিটর ডেস্কঃ
২৬ ডিসেম্বর মঙ্গলবার রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে ।

কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ মোস্তফা ও বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলার আবু তালহা চৌধুরী ।


সভায় দ্বি-বার্ষিক কাজের রিপোর্ট ও আর্থিক রিপোর্ট প্রদান করা হয় ।আলোচনায় অংশ নেন -খান জামাল নুরুল ইসলাম বদরুজ্জামান বাবুল ,গোলাম কাদের চৌধুরী শামীম ,হাজী ফারুক মিয়া ,আলহাজ্ব নুর বকশ ,নজরুল ইসলাম রাজ্জাকী,তোয়াহা মোস্তফা ও নোমান চৌধুরী ।

স্বরচিত গান ও কবিতা আবৃত্তি করেন আসহাব আহমদ ,শাহ দিলাওয়ার আলী,শিহাবুজ্জামান কামাল ,কে এম আবুতাহের চৌধুরী ,এনামুল আহসান তানিম প্রমুখ ।
সভায় রেনেসাঁর প্রয়াত কবি সাহিত্যিক ও গাজার ফিলিস্তিনী মুসলমানদের জন্য দোয়া করা হয় ।
পরে কে এম আবুতাহের চৌধুরীরে সভাপতি ও শিহাবুজ্জামান কামালকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ২০২৩-২৫ সালের জন্য গঠণ করা হয় । সংবাদ বিজ্ঞপ্তি

Read More: