নর্থ ইংল্যান্ড বাংলাদেশের টিভি জার্নালিস্ট’স এসোসিয়েশনের সভা

এডিটর ডেস্কঃ

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (নেবজা) নর্থ ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশী টিভি সাংবাদিকদের নিয়ে গঠিত একটি শক্তিশালী সংগঠন।

প্রতি দুই বছর পর পর নির্বাচনের মাধ্যমে সংগঠনের কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্প্রতি ওল্ডহ্যামের একটি ইভেন্ট হলে সংগঠনের সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।

এবং গত বুধবার ২০ শে জুন ২০২৪ ইংরেজি সংগঠনের কার্যকরী কমিটির প্রথম মিটিং ভার্চুয়ালি সম্পন্ন হয়।

সাধারণ সম্পাদক নূরে আলম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আহমদ হোসেন হেলাল।

সবার শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য জামাল আহমেদ।
অনুষ্ঠানে সকলের মতামতেই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী সোমবার ২৪শে জুন ২০২৪ ইংরেজি নেবজার নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের। এবং খুব শীঘ্রই নবগঠিত কমিটির অভিষেক ও সদ্য সাবেক কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে, তাছাড়াও  বাংলাদেশ ও বৃটেনের জাতীয় দিবস গুলা গুরুত্বের সাথে পালন করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিকদের কাজের মান উন্নয়নে বিভিন্ন সময় কর্মশালারও ব্যবস্থা করা হবে বলে জানান সভাপতি আহমদ হোসেন হেলাল।
ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত সকল সদস্যরা নেবজাকেকে গতিশীল করার লক্ষ্যে সব সময় এক হয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সংংবাদ বিজ্ঞপ্তি

Read More: