নাইমুজ্জামান চৌধুরী আর নেই

কুলাউড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটিএম নাইমুজ্জামান চৌধুরী জামান  ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাইমুজ্জামান দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে গত দুইদিন ধরে সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সন্ধা ০৬টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ ১৭ জানুয়ারি বুধবার বিকাল ৪:৪৫ ঘটিকার সময় নিজ গ্রামে অনুষ্ঠিত হইবে। মরহুমের ছেলে লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা রাজনীতিবিদ তপন চৌধুরী সবার কাছে ব্যক্তিগতভাবে দোয়া কামনা করেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ওয়ার্ডের কাউন্সিলার রেবেকা সুলতানা।

Read More: