জমকালো আয়োজনে মধ্য দিয়ে পর্দা উঠলো বিলেতের সর্ববৃহৎ সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

বার্মিংহামের পেরি হল পার্ক মাঠে অনুষ্ঠিত হলো ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে (CPAM-UK) এর আয়োজনে এই প্রতিযোগিতা এক মিলনমেলায় রূপ নেয়। বার্মিংহাম ও আশপাশের শহর থেকে বিপুল সংখ্যক দর্শক, শুভানুধ্যায়ী ও কমিউনিটি ব্যক্তিত্বদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

উদ্বোধনী খেলায় ছিলো উত্তেজনা আর উৎসবের আবহ। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ-বাংলাদেশি তরুণ খেলোয়াড়দের একত্রিত করে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ও নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা।

ব্রিটেনের বিভিন্ন শহর থেকে মোট ১২টি দল এবারের আসরে অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন ও বর্তমান জনপ্রিয় ক্রিকেটাররা—মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমান, এনামুল হক জুনিয়র, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, আকবর আলী, জাহিদ হোসেন ওমি, এবং রুহেল মিয়া, রাসেল আহমদ—যারা বিভিন্ন দলের হয়ে খেলায় অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CPAM-UK সভাপতি সালেহ আহমদ। প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন সালাহউদ্দিন আহমেদ সবুজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের সেক্রেটারি সৈয়দ করিম রুমেল টুর্নামেন্টের স্পন্সর অংশ গ্রহণ কারী ক্লাব সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: প্রধান উপদেষ্টা মুরাদ আহমদ, সহ-সভাপতি আখলাসুল মোমিন, নুমান আহমদ দোয়েল, সৈয়দ এলাহী পাপ্পু, কোষাধ্যক্ষ রেজওয়ান রউফ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কারিম ছায়েম, সিনিয়র সদস্য জাকির হোসেন, হুমায়ুন রশিদ
ক্রীড়া সংগঠক ও আম্পায়ার আহাদ আহমদ চৌধুরী
ক্রীড়া সংগঠক জুয়েল আহমদ ও শামীম আহমদ সহ আরও অনেকে।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও অংশ গ্রহণ কারী খেলোয়াড়রা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরণের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

চারটি গ্রুপে বারটি দলের তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ প্রথম রাউন্ডের খেলা শেষে এবিএম মৌলভীবাজার, নর্থ লণ্ডন ইউনিটেড স্পোর্টস ক্লাব, ইস্ট লন্ডন মাইটি টাইগার্স, বার্মিংহাম বেঙ্গল টাইগার্স এই
চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করে।

আগামী ২৬ শে আগস্ট বুধবার লন্ডনের ফোর্ড স্কয়ার মাঠে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Read More: