১৪ সেপ্টেম্বর ইস্ট হ্যান্ডস ইণ্টারন্যাশনাল চ্যারিটির ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন
জাহেদী ক্যারলঃ মানবতার কল্যাণে, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের (বিশেষ করে যারা অন্ধ, বোবা ও কানে শুনে না) কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে বিলেতের স্বনামধন্য চ্যারেটি সংস্থা ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চতুর্থ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ আগামী ১৪ সেপ্টেম্বর রেডব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে।
সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিকেল ৫টা থেকে ফাইনাল ম্যাচ এবং রাত ৮টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে গত শুক্রবার (১৫ আগস্ট) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক সাংবাদিক নবাব উদ্দিনের সভাপতিত্বে শুরুতে লিখিত বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী অফিসার সাংবাদিক আ স ম মাসুম।
এতে টুর্নামেন্টের উদ্যোক্তার মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সাবেক চেয়ারম্যান বাবলুল হক, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ও মাহিদ চৌধুরী।
এছাড়াও আরো বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসির মাহমুদ, ট্রেজারার সালেহ আহমদ, সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, সাবেক সেক্রেটারি মোহাম্মদ আব্দুস সাত্তার, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, জয়েন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃদা, সিলেট চেম্বারে সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার শিপার আহমেদ, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত কে এম আবু তাহের চৌধুরী, জনপ্রিয় টিভি নিউজ রিডার ড. জাকি রেজওয়ানা আনোয়ার, সাংবাদিক বিশ্বজিৎ, পলি রহমান, সানরাইজ টুডের সম্পাদক এনাম চৌধুরী, রোমানা রাখি, সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান, চ্যারেটি একটিভিস্ট খসরুজ্জামান খসরু, কাউন্সিলর আব্দাল উল্লাহ, মুদির চৌধুরী, হাবিবুর রহমান, সানরাইজ রেডিও পরিচালক মিসবাহ জামাল, সাংবাদিক রহমত আলি, সাংবাদিক মোজাম্মেল হোসেন কামাল প্রমুখ।
এছাড়াও কমিউনিটি ও স্পনসরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চ্যানেল এস এর আব্দুল আহাদ, ও বারাকা ইটারির অন্যতম পরিচালক ইসলাম উদ্দিন।
লিখিত বক্তব্যে সাংবাদিক আ স মাসুম বলেন, ইস্টহ্যান্ডস চ্যারিটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্বব্যাপী আর্তমানবতার সেবা ও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করে আসছে। প্রতি বছরের মতো এবছরও আমরা আনন্দের সাথে গত এক বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করছি। আপনার সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণ আমাদের প্রতিটি পদক্ষেপকে সমৃদ্ধ করেছে, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা।
গত বছরে আমরা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ব্রিটেনের বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করেছি। গ্রেট ব্রিটেনের বড় বড় দাতাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিবিসি চিলড্রেন ইন নিডের আফটার স্কুল ক্লাবের দুই বছরের প্রজেক্ট লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে পার্টনারশিপে চলছে। এই প্রজেক্টের পরিচালনা করছেন প্রেস ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন ও সোয়ানলী স্কুলের শিক্ষক আব্দুল মুক্তাদির শামিম।
চলমান প্রকল্পসমূহ:
গো লন্ডন প্রজেক্ট: লন্ডন মেয়রের সহায়তায় ৯–১৭ বছর বয়সীদের জন্য তিন বছরের ফ্রি ফুটবল ও ব্যাডমিন্টন প্রশিক্ষণ। নেতৃত্বে: সোহান খান ও স্পোর্টিফের আতিকুর রহমান এবং চেয়ার ইব্রাহিম খলিল।
সিটি ব্রীজ ফাউন্ডেশন: পূর্ব লন্ডনের তিন বরোতে পরিবেশ উন্নয়ন ও কার্বন হ্রাসে তিন বছরের সচেতনতামূলক কার্যক্রম। নেতৃত্বে: ড. জাকি রিজওয়ানা আনোয়ার, রুমানা রাখি ও আহাদ চৌধুরী বাবু।
স্পোর্টস ইংল্যান্ড: পূর্ব লন্ডনের নারীদের জন্য দুই বছরের ফ্রি ব্যাডমিন্টন সেশন, যেখানে প্রতি শনিবার প্রায় ২০ জন নারী অংশ নেন। এই প্রজেক্টের পরিচালনা করছেন ফাহিমা নিপা ও আব্দুল মুক্তাদির শামিম।
ন্যাশনাল লটারি কমিউনিটি ফান্ড: গার্ডেনিংয়ে উৎসাহিত করার চলমান প্রজেক্ট।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল: সিজনাল কমিউনিটি প্রজেক্ট ডেলিভারি চলছে।
ডিজিটাল সহায়তা: গুড থিংস ফাউন্ডেশন সহায়তায় ২০০ জনকে ১ বছরের ফ্রি টক টাইম ও ডাটাসহ সিম প্রদান এবং ন্যাশনাল ডিভাইস ব্যাংকের সহায়তায় ১০০ জনের বেশি মানুষকে স্মার্টফোন উপহার।
বাংলাদেশে কার্যক্রম: ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, শমসেরনগর হাসপাতালে স্কুলপড়ুয়া মেয়েদের ফার্স্টএইড ট্রেনিং প্রদান করা হয়, সিলেট এবং বরিশালে বোবা-বধির শিশুদের শিক্ষায় সহায়তা, রমজান ও ঈদে দরিদ্রদের মাঝে খাদ্য ও উপহার বিতরণ।
চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট: গত বছর ২২০ জন খেলোয়াড় অংশ নেন এবং ৫,০০০ তোলা হয়, যা বিভিন্ন মানবিক প্রকল্পে ব্যয় হয়েছে। এবছরও রবিবার ১৪ সেপ্টেম্বর রেডব্রীজ স্পোর্টস সেন্টারে ২০০+ খেলোয়াড় নিয়ে দিনব্যাপী টুর্নামেন্ট আয়োজন হবে, ফান্ড যাবে অন্ধ, বোবা, কালা ও বিশেষভাবে সক্ষম শিশুদের সহায়তায়।
প্রাতিষ্ঠানিক সাফল্য: এবছর দ্বিতীয়বারের মতো কিংস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছি এবং রাজার প্রতিনিধি আমাদের কার্যক্রম পরিদর্শন করেছেন।
স্বপ্নের প্রকল্প: আমাদের এডভইজার আব্দুল মুনিম জাহেদী ক্যারল দানকৃত জমির পাশাপাশি সিলেটের আরও কয়েকজন জমি ডোনেশনের প্রস্তাব দিয়েছেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু বিলম্ব হয়েছে, তবে জমি যাচাই-বাছাই চলছে। দাতাদের সহায়তা সর্বোত্তমভাবে ব্যবহারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
ফান্ড সংগ্রহ: গত চার বছরে বাংলাদেশ প্রজেক্টের জন্য সংগৃহীত অর্থ দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ টাকা, গত বছরে যুক্ত হয়েছে আরও ৭০ লাখ টাকা। হলবর্ন মসজিদের বড় সহায়তার জন্য কৃতজ্ঞতা।
সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয় ইস্টহ্যান্ডস চ্যারিটি ব্রিটিশ বাংলাদেশীদের গর্বের প্রতীক হয়ে থাকবে।