রমলির কোরেশী রেস্টুরেন্টে প্রতিষ্ঠার ১২ তম বর্ষপূর্তি

সেতু চৌধুরী : সোমবার  ১৮ আগস্ট রমলির কোরেশী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠার ১২ তম বর্ষপূর্তি।এ উপলক্ষে আয়োজন করা হয় এক  ভোজন সন্ধ্যার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টকপোর্টের মেয়র কাউন্সিলর ক্যারি ওয়াটার, করনেশন স্ট্রিট তারকা লরেন বোল্টন, মুজাহিদ খান এম.বি.ই আনোয়ার আলী ও. বি. ই, মাহবুবুর রহমান বি. ই এম, কবি সালেহ উদ্দিন তালুকদার সুমন, ব্যবসায়ী রহমান তুহিন, সাংবাদিক ও অভিনেতা মুকিত চৌধুরী সেতু এবং ব্রিলেন।


অতিথিদের স্বাগত জানান কোরেশী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইয়াহিয়া কোরেশী।
অতিথিরা  রেস্টুরেন্টের সেবার ভুয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।
পরিশেষে, শেফ আব্দুল আজিজের হাতের নানান পদের খাবার অতিথিদের পরিবেশন করা হয়।

সুস্বাদু খাবার ও ভিন্ন ভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের আনন্দ আরও বাড়িয়ে তোলে।

Read More: