লন্ডনের সুপরিচিত কবি, শিকড় সাহিত্য পত্রিকার সম্পাদক ফারুক আহমদ রনির পিতা আলহাজ্ব মুমিন উদ্দিন রয়েল লন্ডন হাসপাতালে ১৭ ফেব্রুয়ারি বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম মুমিন উদ্দিন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন।
৭১ সালে স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করতে বিলেতের বাঙালীদের সকল কর্মকান্ডে তিনি ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন।
৬০ এবং ৭০ এর দশকে পূর্ব লন্ডনে সামাজিক, সাংস্কৃতিক এবং বর্ণবাদী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
তিনি পূর্ব লন্ডনের বাঙালী কমিউনিটির একজন অত্যন্ত সুপরিচিত- সজ্জন ব্যক্তি ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। মুমিন উদ্দিন গত কয়েক বছর দেশে কাটিয়ে সম্প্রতি লন্ডনে এসেছিলেন।
মরহুম মুমিন উদদীনের আদি নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেবারাই সারেং বাড়ী।
মৃত্যুকালে তিনি তিন পুত্র তিন কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র কবি ফারুক আহমদ রনি তার বাবার আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে ইস্ট লন্ডন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। জানাযার তারিখ ও সময় জানানো হবে।