বাংলা কার্পেটের মাস ব্যাপী সেইল শুরু

এডিটর ডেস্কঃ

পূর্ব লন্ডনের মাইল এন্ডের ফার্ণিচার এবং কার্পেট প্রতিষ্ঠান, বাংলা কার্পেটের ১৮ বছর উদযাপন এবং এ উপলক্ষে এক মাসব্যাপী বিশেষ সেইল এর আনুষ্ঠানিক শুরু হয় ১০ মে শুক্রবার বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে। 

দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম এবং খতিব মাওলানা আব্দুল মালিক I
এছাড়া বাংলা কার্পেটের সমৃদ্ধি এবং সেবার মান ও স্মল বিজনেস এগিয়ে নিতে কমিউনিটি লোকাল অথরিটির যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয় ।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের কেবিনেট মেম্বার ফর জবস,স্কিলড্, গ্রোথ,কাউন্সিলার আব্দুল ওয়াহিদ, সাবেক ডেপুটি মেয়র, কাউন্সিলার অহিদ আহমদ, কাউন্সিলার রেবেকা সুলতানা, কাউন্সিলার আনা মিয়া, কাউন্সিলার শাহবির হোসেন শুভ ।
অতিথিদের স্বাগত জানান বাংলা কার্পেটের ডাইরেক্টার জুবায়ের কিবরিয়া ও আব্দুল সাহিদ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, জাবেদ আহমদ আম্বিয়া, সেলিম আহমদ দুদু প্রমুখ I

Read More: